বরিশালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
শামীম আহমেদ: অপরিকল্পিত জন সংক্ষা প্রতিরোধে এগিয়ে আসুন সুখি সমৃদ্ব বাংলাদেশ গড়তে সহযোগীতা করুন এই প্রতিপ্যাদ্য বরিশালে বিশ্ব জন সংখ্যা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ই) জুলাই সকাল ১০ টায় বরিশাল বিডিএস মিলনায়তন সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার পরিকল্পনা বরিশাল জেলা উপ-পরিচালক ডাঃ মু. জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, জেলা ডিপুটি মুক্তি যুদ্বা কমান্ডার মহিউদ্দিন মানিক (বীর প্রতিক),বরিশাল জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক শহিদুল ইসলাম।
আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন ডাঃ হারন অর রসিদ। অনুষ্ঠানে বিভাগ,জেলা ও উপজেলা প্রর্যায়ে থেতে তিন ক্যাটাগরিতে আঠারোজন সদস্যদের হাতে সনদপত্র পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি।
এর পূর্বে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গন থেকে প্রধান অতিথি বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এক বণ্যাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে বিডিএস ক্লাব মিলনায়তন সভাস্থলে এসে শেষ করে।
প্রধান অতিথি এসময় বলেন জন সংক্ষা ও উন্নয়নের জন্য আন্তজার্তিক সম্মেলনের ২৫ বছরের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করার জন্য পরিবার পরিকল্পনা কাজে যারা নিয়োজিত রয়েছে তাদেরকে আন্তরিক ভাবে কাজ করার তাগিদ দেন।