বরিশালে বৃক্ষ রোপণ করে যুব রেডক্রিসেন্ট সোসাইটির বর্ষপূর্তি পালন
মনিরুল ইসলাম, দৈনিক বরিশাল ২৪.কম: বরিশালে বৃক্ষ রোপণ করে যুব রেডক্রিসেন্ট সোসাইটির বর্ষপূর্তি পালন করা হয়েছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরিশাল ইউনিটের আওতাধীন যুব রেডক্রিসেন্ট সরকারি বরিশাল কলেজ শাখার ২য় বর্ষপূর্তি উৎসব পালিত হয়।
শনিবার (১৩ জুলাই) সরকারি বরিশাল কলেজে দিনটি উদযাপন উপলক্ষে সংগঠনটির সদস্যরা বৃক্ষরোপন সহ নানা আয়োজন করে।
সকাল ১১:০০ ঘটিকায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে দুপুর পর্যন্ত গড়ায়। আনন্দ শোভাযাত্রাটি সরকারি বরিশাল কলেজ ক্যাম্পাসসহ আশেপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান লতিফা আখতার সহ সংগঠনের সদস্যবৃন্দ।