বরিশালে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে ১২ লাখ টাকার ইয়াবা সহ আটক
নিজস্ব প্রতিবেদক: বরিশালে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে ১২ লাখ টাকার ইয়াবা সহ আটক করেছে বাখেরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ বাকেরগঞ্জ থানা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(অপস্) জুবাইর, এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান, এসআই(নিঃ) মোঃ মমিন উদ্দিন, এসআই(নিঃ) লোকমান হোসেন , এএসআই(নিঃ) ফারুক হোসেন অভিযান পরিচালনা করেন।
বাকেরগঞ্জ থানাধীন দুধল ইউনিয়নের ছোট কৃষ্ণকাঠী সাকিনের আসামী আইয়ুব গাজী(৫০) পিতা-মৃত কাছেম গাজী ও নিলুফা বেগম(৩৮) স্বামী-আইয়ুব গাজীদ্বয়কে (যাহার মুল্য অনুমান ১২,০০,০০০ লাখ টাকার মুল্যের ৩০০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
রিপোর্ট লেখা পর্যন্ত থানা মামলার প্রক্রিয়া চলছে ।