বরিশালে বৃষ্টি ভেজা নিরুত্তাপ হরতাল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে বৃষ্টি ভেজা নিরুত্তাপ হরতাল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৭, ২০১৯ ১:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে বৃষ্টি ভেজা নিরুত্তাপ হরতাল

শামীম আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম: গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্বি, সিলিন্ডার গ্যাসের মূল্য কমানোর দাবী ও জনদূর্ভোগের বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধবেলা ৬-২ টা হরতালে মেট্রোপলিটন বরিশাল শহরে হরতালের প্রভাব জন জীবনে কোন ধলনের প্রভাব পরেনি।

আজ রবিবার (৭ই জুলাই) সকাল থেকে আষাড়ের বৃষ্টিতে শহরের প্রতিটি অঞ্চলে রিকসা, অটো রিকসা চলাচল করা সহ দোকানপাঠ-ব্যবসা প্রতিষ্ঠান,অফিস আদালত ছিল খোলা।

অপরদিকে হরতাল সফল করতে শান্তিপূর্ণভাবে সকাল ৬ টা থেকে বৃষ্টি মাথায় নিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা নগরীর লঞ্চ ঘাট, ফজলুল হক এ্যাভিনিয় সড়ক, কাকলী মোড়, সদররোড,হাসপতাল রোড সহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ।

সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর সদররোডে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলুর সভাপতিত্বে হরতালের সমর্থনে পথসভায় বক্তরা বলেন, মুক্তযুদ্বে অর্জন করা বাংলাদেশে ভোটার বিহীন আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলুর সভাপতিত্বে হরতালের সমর্থনে পথসভায় বক্তরা বলেন, মুক্তযুদ্বে অর্জন করা বাংলাদেশে বর্তমান ভোটার বিহীন অগণতান্ত্রিক সরকার অনৈতিকভাবে ক্ষমতা দখল করে একের পর এক অর্থের বোঝা এদেশের সাধারন মানুষের উপর চাপিয়ে দিয়ে অর্থ সম্পদ লুঠপাঠ করে অবৈধ সম্পদের পাহার গড়ছেন আর গণতান্ত্রিকের দোয়াই দিকে বুলি
আওরাচ্ছেন তারা।

তাই আজকের অগণতান্ত্রিক সরকারের চাপিয়ে দেয়া গ্যাসের মূল্যের প্রতিবাদে সকল মানুষকে স্বোচ্চার হয়ে রাজ পথে নেমে এসে প্রতিবাদ করার জন্য আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সাধারন সম্পাদক অধ্যাক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্টলীগ বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান সেলিম,সদস্য অধ্যাপক নেপৃন্দ্র নাথ বাড়ৈ, গন সংহতি বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুন অর রসিদ মাহমুদ,বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্টলীগ বরিশাল জেলা কমিটির সদস্য তালুকদার জাফর আহমেদ, হৃদয় বিশ্বাষ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি মোজাম্মেল হক সাগরর্ নবীন আহমেদ,ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সাধারন সম্পাদক রাহুল রায়,নিলিমা জাহান, স্বম্পা দাস প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

বরিশালে বৃষ্টি ভেজা নিরুত্তাপ হরতাল

রবিবার, জুলাই ৭, ২০১৯ ১:২৪ অপরাহ্ণ

শামীম আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম: গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্বি, সিলিন্ডার গ্যাসের মূল্য কমানোর দাবী ও জনদূর্ভোগের বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধবেলা ৬-২ টা হরতালে মেট্রোপলিটন বরিশাল শহরে হরতালের প্রভাব জন জীবনে কোন ধলনের প্রভাব পরেনি।

আজ রবিবার (৭ই জুলাই) সকাল থেকে আষাড়ের বৃষ্টিতে শহরের প্রতিটি অঞ্চলে রিকসা, অটো রিকসা চলাচল করা সহ দোকানপাঠ-ব্যবসা প্রতিষ্ঠান,অফিস আদালত ছিল খোলা।

অপরদিকে হরতাল সফল করতে শান্তিপূর্ণভাবে সকাল ৬ টা থেকে বৃষ্টি মাথায় নিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা নগরীর লঞ্চ ঘাট, ফজলুল হক এ্যাভিনিয় সড়ক, কাকলী মোড়, সদররোড,হাসপতাল রোড সহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ।

সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর সদররোডে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলুর সভাপতিত্বে হরতালের সমর্থনে পথসভায় বক্তরা বলেন, মুক্তযুদ্বে অর্জন করা বাংলাদেশে ভোটার বিহীন আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলুর সভাপতিত্বে হরতালের সমর্থনে পথসভায় বক্তরা বলেন, মুক্তযুদ্বে অর্জন করা বাংলাদেশে বর্তমান ভোটার বিহীন অগণতান্ত্রিক সরকার অনৈতিকভাবে ক্ষমতা দখল করে একের পর এক অর্থের বোঝা এদেশের সাধারন মানুষের উপর চাপিয়ে দিয়ে অর্থ সম্পদ লুঠপাঠ করে অবৈধ সম্পদের পাহার গড়ছেন আর গণতান্ত্রিকের দোয়াই দিকে বুলি
আওরাচ্ছেন তারা।

তাই আজকের অগণতান্ত্রিক সরকারের চাপিয়ে দেয়া গ্যাসের মূল্যের প্রতিবাদে সকল মানুষকে স্বোচ্চার হয়ে রাজ পথে নেমে এসে প্রতিবাদ করার জন্য আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সাধারন সম্পাদক অধ্যাক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্টলীগ বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান সেলিম,সদস্য অধ্যাপক নেপৃন্দ্র নাথ বাড়ৈ, গন সংহতি বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুন অর রসিদ মাহমুদ,বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্টলীগ বরিশাল জেলা কমিটির সদস্য তালুকদার জাফর আহমেদ, হৃদয় বিশ্বাষ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি মোজাম্মেল হক সাগরর্ নবীন আহমেদ,ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সাধারন সম্পাদক রাহুল রায়,নিলিমা জাহান, স্বম্পা দাস প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  উপদেষ্টা হাসান আরিফ আর নেই   বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের   বরিশালে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে পুলিশের ত্রাণ বিতরণ   ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ