বরিশালে বৃষ্টি ভেজা নিরুত্তাপ হরতাল
শামীম আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম: গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্বি, সিলিন্ডার গ্যাসের মূল্য কমানোর দাবী ও জনদূর্ভোগের বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধবেলা ৬-২ টা হরতালে মেট্রোপলিটন বরিশাল শহরে হরতালের প্রভাব জন জীবনে কোন ধলনের প্রভাব পরেনি।
আজ রবিবার (৭ই জুলাই) সকাল থেকে আষাড়ের বৃষ্টিতে শহরের প্রতিটি অঞ্চলে রিকসা, অটো রিকসা চলাচল করা সহ দোকানপাঠ-ব্যবসা প্রতিষ্ঠান,অফিস আদালত ছিল খোলা।
অপরদিকে হরতাল সফল করতে শান্তিপূর্ণভাবে সকাল ৬ টা থেকে বৃষ্টি মাথায় নিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা নগরীর লঞ্চ ঘাট, ফজলুল হক এ্যাভিনিয় সড়ক, কাকলী মোড়, সদররোড,হাসপতাল রোড সহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর সদররোডে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলুর সভাপতিত্বে হরতালের সমর্থনে পথসভায় বক্তরা বলেন, মুক্তযুদ্বে অর্জন করা বাংলাদেশে ভোটার বিহীন আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলুর সভাপতিত্বে হরতালের সমর্থনে পথসভায় বক্তরা বলেন, মুক্তযুদ্বে অর্জন করা বাংলাদেশে বর্তমান ভোটার বিহীন অগণতান্ত্রিক সরকার অনৈতিকভাবে ক্ষমতা দখল করে একের পর এক অর্থের বোঝা এদেশের সাধারন মানুষের উপর চাপিয়ে দিয়ে অর্থ সম্পদ লুঠপাঠ করে অবৈধ সম্পদের পাহার গড়ছেন আর গণতান্ত্রিকের দোয়াই দিকে বুলি
আওরাচ্ছেন তারা।
তাই আজকের অগণতান্ত্রিক সরকারের চাপিয়ে দেয়া গ্যাসের মূল্যের প্রতিবাদে সকল মানুষকে স্বোচ্চার হয়ে রাজ পথে নেমে এসে প্রতিবাদ করার জন্য আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সাধারন সম্পাদক অধ্যাক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্টলীগ বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান সেলিম,সদস্য অধ্যাপক নেপৃন্দ্র নাথ বাড়ৈ, গন সংহতি বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুন অর রসিদ মাহমুদ,বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্টলীগ বরিশাল জেলা কমিটির সদস্য তালুকদার জাফর আহমেদ, হৃদয় বিশ্বাষ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি মোজাম্মেল হক সাগরর্ নবীন আহমেদ,ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সাধারন সম্পাদক রাহুল রায়,নিলিমা জাহান, স্বম্পা দাস প্রমুখ।
দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ