বরিশালে বেদে জনগোষ্ঠীকে প্রশিক্ষণ, সেলাই মেশিন সহ ৬ লাখ টাকা বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
গতকাল শনিবার ৬ জুলাই সকল ১১ টায় বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদফতরের আয়োজনে নিজস্ব হল রুমে বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার ।
এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ আবদুর রশীদ খান , প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণে ৫০ জন অংশগ্রহনকারী প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন ও নগদ ১২০০০/- হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা প্রদান করা হয়। একই সাথে প্রশিক্ষনপ্রাপ্তদের সনদ পত্র বিতরণ করা হয়।