বরিশালে ভেজাল বিরোধী অভিযানে মসলা ও সেমাই ধ্বংস
শামীম আহমেদ: বরিশাল নগরের নতুন বাজার ও কালিবাড়ি রোডের দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আদালতের নিষিদ্ধ করা ২০ কেজি রাধুনী মসলা ও বিপুল পরিমান কুলসান লাচ্ছা সেমাই জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, অভিযানে নতুন বাজারের মেসার্স আলম স্টোর্সকে ৫ হাজার টাকা এবং কালিবাড়ি রোডের হোটেল আম্মাজানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।
এসময় নতুন বাজার ও কালিবাড়ি রোডের ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাই কোর্ট থেকে নিষিদ্ধ করা রাধুনী’র ১২ কেজি ধনিয়ার গুড়া এবং ৮ কেজি জিরা ও কুলসান এর ২৪ প্যাকেট লাচ্ছা সেমাই জব্দ করা হয়। পরে তা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
দৈনিক বরিশাল২৪/শামীম আহমেদ