বরিশালে ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০১৯ ৬:৪৩ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টি

শামীম আহমেদ,দৈনিক বরিশাল ২৪.কম: বরিশালে ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টির দেখা পায় নগরবাসী। অপরদিকে রাস্তায় জলাবদ্ধতার কারনে কয়েকশত শিক্ষক পরিক্ষার্থীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বরিশালে প্রচন্ড ভ্যাপসা গরমে মানুষ যখন অতিষ্ট হয়ে উঠেছে ঠিক তখনই সকাল ১১টা ১০ মিনিটের দিকে মুসলধারে বৃষ্টি না হলেও মাঝারি ধরনের বৃষ্টি পড়তে শুরু করে।

হঠাৎ করে বৃষ্টির দেখা মেলায় দিন মজুর ও পথচারীদের কিছুটা কাজে-কর্মে বিঘ্ন ঘটলেও তারপরে দেখা গেছে তাদের মাঝে কিছুটা স্বস্তির পরশ পড়েছে। এসময় কয়েকজন ভ্যান চালক ও রিকসাচালকরা বলেন- এতদিন যে গরমে কষ্ট করেছি আজকের সামান্যতম বৃষ্টি হয়েছে তাতে মনে হয় কয়েক বছরের শান্তি মনের ভিতর বাসা বেধেছে।

অপরদিকে মাত্র ৪৫ মিনিটের বৃষ্টিতে বরিশাল সাংবাদিক মইনুল হোসেন ও সরকারী মহিলা কলেজের সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। এদিকে সরকারী মহিলা কলেজে শিক্ষক নিয়োগ পরিক্ষা দিতে আসা কয়েকশত শিক্ষার্থী পরিক্ষা শেষে একদিক মাথার উপর বৃষ্টি অপরদিকে সড়কে জলাবদ্বতা পেড়িয়ে তাদের ফিরতে দেখা যায়।

বিভিন্ন উপজেলা থেকে আসা পরিক্ষা দিতে আসা এবং ফিরে যাবার সময়ে শিক্ষার্থীরা এসময় মন্তব্য করে বলেন- একদিকে প্রেসক্লাব অপরদিকে সরকারী মহিলা কলেজ থাকার পরও তাদের রাস্তার এই করুন দশা এর আমাদের উপজেলার গ্রামের রাস্তা অনেক ভাল সেখানে বৃষ্টির পানি জমে থাকে না।

এবিষয়ে এলাকাবাসী বলেন- সামান্য বৃষ্টি হলে আমাদের কথা বলে আর কি লাভ হবে আপনাদের প্রেস ক্লাব অন্যদিকে একটি সরকারী মহিলা কলেজ থাকা সত্বেও কোন আমলেই কেহ এই সড়কটির দিকে সুনজর দেইনি। অনেক অভিযোগ দিয়েছি কোন প্রতিকার পাই নাই তাই এখন আর বলি না। বলে লাভ কি?

আজকের বৃষ্টির বিষয়ে বরিশাল আবহাওয়া অফিসে যোগাযোগ করা হলে অবজারভার রুবেল বলেন- সকাল ১১,১০ মিনিট থেকে বেলা ১২ টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ডপাত করা হয়েছে। আষাড় মাস হলেও সেই মাসের কোন প্রমান তারা পাচ্ছেন না। এখন মৌসুমী বায়ূ সক্রিয় থাকার কারনে মাঝে মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী দু একদিনের মধ্যে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টি

শুক্রবার, জুন ২৮, ২০১৯ ৬:৪৩ অপরাহ্ণ

শামীম আহমেদ,দৈনিক বরিশাল ২৪.কম: বরিশালে ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টির দেখা পায় নগরবাসী। অপরদিকে রাস্তায় জলাবদ্ধতার কারনে কয়েকশত শিক্ষক পরিক্ষার্থীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বরিশালে প্রচন্ড ভ্যাপসা গরমে মানুষ যখন অতিষ্ট হয়ে উঠেছে ঠিক তখনই সকাল ১১টা ১০ মিনিটের দিকে মুসলধারে বৃষ্টি না হলেও মাঝারি ধরনের বৃষ্টি পড়তে শুরু করে।

হঠাৎ করে বৃষ্টির দেখা মেলায় দিন মজুর ও পথচারীদের কিছুটা কাজে-কর্মে বিঘ্ন ঘটলেও তারপরে দেখা গেছে তাদের মাঝে কিছুটা স্বস্তির পরশ পড়েছে। এসময় কয়েকজন ভ্যান চালক ও রিকসাচালকরা বলেন- এতদিন যে গরমে কষ্ট করেছি আজকের সামান্যতম বৃষ্টি হয়েছে তাতে মনে হয় কয়েক বছরের শান্তি মনের ভিতর বাসা বেধেছে।

অপরদিকে মাত্র ৪৫ মিনিটের বৃষ্টিতে বরিশাল সাংবাদিক মইনুল হোসেন ও সরকারী মহিলা কলেজের সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। এদিকে সরকারী মহিলা কলেজে শিক্ষক নিয়োগ পরিক্ষা দিতে আসা কয়েকশত শিক্ষার্থী পরিক্ষা শেষে একদিক মাথার উপর বৃষ্টি অপরদিকে সড়কে জলাবদ্বতা পেড়িয়ে তাদের ফিরতে দেখা যায়।

বিভিন্ন উপজেলা থেকে আসা পরিক্ষা দিতে আসা এবং ফিরে যাবার সময়ে শিক্ষার্থীরা এসময় মন্তব্য করে বলেন- একদিকে প্রেসক্লাব অপরদিকে সরকারী মহিলা কলেজ থাকার পরও তাদের রাস্তার এই করুন দশা এর আমাদের উপজেলার গ্রামের রাস্তা অনেক ভাল সেখানে বৃষ্টির পানি জমে থাকে না।

এবিষয়ে এলাকাবাসী বলেন- সামান্য বৃষ্টি হলে আমাদের কথা বলে আর কি লাভ হবে আপনাদের প্রেস ক্লাব অন্যদিকে একটি সরকারী মহিলা কলেজ থাকা সত্বেও কোন আমলেই কেহ এই সড়কটির দিকে সুনজর দেইনি। অনেক অভিযোগ দিয়েছি কোন প্রতিকার পাই নাই তাই এখন আর বলি না। বলে লাভ কি?

আজকের বৃষ্টির বিষয়ে বরিশাল আবহাওয়া অফিসে যোগাযোগ করা হলে অবজারভার রুবেল বলেন- সকাল ১১,১০ মিনিট থেকে বেলা ১২ টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ডপাত করা হয়েছে। আষাড় মাস হলেও সেই মাসের কোন প্রমান তারা পাচ্ছেন না। এখন মৌসুমী বায়ূ সক্রিয় থাকার কারনে মাঝে মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী দু একদিনের মধ্যে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ