বরিশালে যুব কনভেনশন প্রকল্পের প্রশিক্ষনে আলোকিত হল অর্ধশত যুবক
শামীম আহমেদ: এসডিজি’র অভীষ্ট কাউকে পেছনে ফেলে রাখা যাবেনা” এই শ্লোগানকে জাতীয় উন্নয়ন ধারার অংশ হিসাবে বরিশালে বেসকারী উন্নয়ন সংস্থা ‘রীচ টু আনরীচড (রান) গত ৬ মাসে নগরীর ৭ টি ওয়ার্ডের হরিজন,দলিত,রবিদাস,ডোম অনগ্রসর সমাজের পিছিয়ে পড়া গনগোষ্ঠি সম্প্রদায়ের পরিবারের অন্ধকারে থাকা যুব সন্তানদের সমাজে নেতৃত্ব বিকাশের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রায় সম্পৃক্ত প্রকল্পের মাধ্যমে ২২ জনকে ফুটবল প্রশিক্ষনের মাধ্যমে খেলোয়ার তৈরী করা,৪ জনকে আধুনিক দর্জি প্রশিক্ষন দেয়া,৩ জনকে বিউটিশিয়ান প্রশিক্ষন,১ জনকে পুঁথি,৬ জনকে রড বাইন্ডিং ও বিল্ডিং কাজের প্রশিক্ষন ও ২ জনকে সাবন সহ মোমবাতি প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ ও সমাজে সম্পৃক্ত করতে তারা ক্ষমতা অর্জন করেছে।
এছাড়া উক্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠির সদস্যদেরকে তাদের অন্ধকার জীবন থেকে আলোতে নিয়ে আসার জন্য তাদেরকে কমিউনিটি সুযোগ সৃষ্টির মাধ্যমে ১৫ বছরের পানির সমস্যা দূরীকরনের উদ্যোগ এবং নতুন সংযোগ স্থাপন,৮ম শ্রেনী থেকে ১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের অংক ও ইংরেজী বিষয়ের উপর শিক্ষায় অর্জিত করা সহ নগরীর ৩ টি কলোনীতে বাল্যবিবাহ না দেয়ার প্রতিশ্রুতি আদায় করা,প্রতিটি কলোনীতে নূন্যতম উচ্চমাধ্যমিক প্রর্যায়ে শিক্ষা অব্যাহত রাখার প্রতিশ্রুতি আদায়ের মাধ্যমে তাদেরকে সচেতন করার সফলতা অর্জন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ই) জুলাই সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বরিশাল বিডিএস মিলনায়তন সভা কক্ষে বরিশাল বেসরকারী উন্নয়ন সংস্থা রীচ টু আনরীচড (রান) বাস্তবায়নে ও একশন এইডের সহযোগীতায় আয়োজিত যুব কনভেশন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠির এসব উন্নয়নে ও সমাজে সম্পৃক্ততার কাজে অন্তভূক্ত করার তথ্য তুলে ধরা হয়।
বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে যুব কনভেনশন সমাপনী আরো বক্তব্য রাখেন সুজন বরিশাল মহানগর সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হাসান,বরিশাল জেলা মানবাধিকার জোট সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান,সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা সভাপতি অধ্যাপিকা টুনু রানী কর্মকার,বরিশাল জেলা মুক্তিযোদ্বা সংসদ ডিপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর (প্রতিক) বরিশাল বেসরকারী উন্নয়ন সংস্থ আইসিডির উপদেষ্ঠা আনোয়ার জাহিদ ও একশন এইড বরিশাল প্রকল্প পরিচালক শাহিনুর সেলিম সুজন।
এছাড়া যুব কনভেনশনে বিভিন্ন শ্রেনীর সদস্যরা উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। কনভেনশনে বরিশাল নগরীর পিছিয়ে পড়া জনগোষ্ঠি দলিত, হরিজন,রবিদাস, ডোম পরিবারের যুব সদস্য ছাড়াও আইনজীবী, গণমাধ্যম কর্মী,উন্নয়ন কর্মী ও সুশিণ সমাজের ব্যাক্তিরা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য দীর্গ ১০ মাসের এই প্রকল্পের বরাদ্ব সরবরাহের কাজে বিলম্ভ হওয়ার জন্য ৪ মাস বিনষ্ট হয়ে যাবার জন্য রান মাত্র ৬ মাসে কাজের সময় তারা হাতে পায়।
আজ যুব কনভেনশনের মাধ্যমে গত ৬ মাসের উন্নয়নের ধারা প্রকাশ করার মাধ্যমে এ প্রকল্পের সমাপ্তি টানা হয়েছে।
দৈনিক বরিশাল ২৪.কম/ শামীম আহমেদ