বরিশালে যুব দক্ষতা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শামীম আহমেদ: “জীবন ও কাজের জন্য শিখতে শেখা” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে বিবশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে নগরীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ই জুলাই) বিভাগীয় দক্ষতা উন্নয়ন পরামর্শক বরিশাল কমিটির আয়োজনে সকাল সাড়ে নয়টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়ার নেতৃত্বে এক বর্ণ্যাঢ্য র্যালি বেড় হয়।
র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ করে। স্থানীয় সরকার বরিশাল উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুর ইসলামের সভাপতিত্বে বিশ্ব যুব দিবস উপলক্ষে এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়া, বরিশাল সরকারী পলি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যাক্ষ প্রকৌশলী নুর উদ্দিন আহমদ, ব্রাক বরিশাল জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডল, ব্রাক স্কিল ডেভলপমেন্ট প্রোগাম এরিয়া ম্যানেজার মোঃ মফিজুর রহমান।
বিশ্ব যুব দিবস অনুষ্ঠান উপলক্ষে বরিশাল জেলা ব্রাক ও বরিশাল সরকারী পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এসময় বরিশাল ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া বলেন, যে কোন কিছু করতে হলে নিজস্ব দক্ষতার প্রয়োজন রয়েছে। আমরা কাজে দক্ষতা অর্জনে পিছিয়ে পড়ার কারনে কোন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারছি না। তোমরা টেকনিক্যাল প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে দেশটাকে যেন আরো বেশী করে এগিয়ে নিতে পার সে লক্ষে সরকার গুরুত্ব দিয়ে দেখছে।
এখন থেকে আমরাও বিজ্ঞানকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।