বরিশালে যে কোন প্রতিষ্ঠানেই এডিস মশা বিস্তারের পরিবেশ পেলেই ব্যবস্থা

মো: জিহাদ রানা: আজ (৩ জুলাই) শনিবার বরিশালের সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছনতা সব প্রতিষ্ঠানেই পরিচ্ছনতা পরিচালনা করা হবে। এ উপলক্ষ্যে শুক্রবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এর সভাপতিত্বে বরিশাল জেলার সকল সরকারি-বেসরকরী, আধা-সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও এনজিও, প্রতিষ্ঠান প্রধানগণকে নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে আজ (৩ আগস্ট) শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলাব্যাপি একযোগে এ কার্যক্রম চলবে বলে জানা গেছে।
এছাড়াও আগামী (৭ আগস্ট) বুধবার সকাল ১০ টায় বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৩০ টি ওয়ার্ড, বরিশাল জেলার প্রত্যেকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ সমগ্র জেলাব্যাপি একযোগে পরিষ্কার-পরিচ্ছনতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
উক্ত কার্যক্রমে সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করার জন্য জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
সভায় জেলা প্রশাসক বলেন, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভূমি বা স্থাপনা এডিস মশা বিস্তারের উপযোগী পরিবেশ থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয় সভায়।