বরিশালে রবিদাস জনগোষ্ঠীকে বাদ দিয়ে গেজেট প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

শামীম আহমেদ,দৈনিক বরিশাল ২৪.কম: সম্প্রত্তি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক আইন-২০১০ এর তালিকা হতে
রবিদাস জনগোষ্ঠীকে বাদ রেখেই গেজেট চুরান্ত করার প্রতিবাদ জানানো সহ অবিলম্ভে প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রবিদাস জনগোষ্ঠীকে যুক্ত করে পুনরায় গেজেট সংশোধনের দাবী জানিয়ে মানববন্ধন কর্ম সূচী পালন করেছে রবিদাস মঞ্চ বরিশাল জেলা কমিটি ও বাংলাদেশ পরিবর্তন সংগঠন।
আজ শুক্রবার (১২ই জুলাই) সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে প্রতিবাদ জানিয়ে একর্মসূচী পালন করেন তারা।
রবিদাস মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্বা সন্তান সংসদ তপন চন্দ্র রবিদাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন রমেশ চন্দ্র রবিদাস, কিরন রবিদাস,বশন্ত রবিদাস,
ইঞ্জিনিয়ার রাজেন চন্দ্র রবিদাস, ইঞ্জিনিয়ার গৌতম রবিদাস, পলাশ রবি দাস, শঙ্কর রবিদাস, সাবিত্রী রবিদাস, পুরনিমা রবিদাস, শান্তনা রবিদাস, আদিত্য রবিদাস,লালা রবিদাস,মুক্তিযোদ্বা সুরেন রবিদাস, মুক্তিযোদ্বা
বিহারী লাল রবিদাস, শেফালী রবিদাস, শিশুবালা রবিদাস, মুকন্দ রবিদাস, তুফান লাল রবিদাস সহ একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল বে-সরকারী উন্নয়ন সংস্থা রান এন নির্বাহী পরিচালক রফিকুল আলম ।
বক্তরা এসময় বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্বে গাড়ো,ডোম, সুইপার, কাব্রা, নিকারী হাজাম, ঋষি, কোল,খাশিয়া খিয়াং,শাওতাল উপজাতী বেদে সহ একশত পঞ্চশটি সম্প্রদায় এদেশের উন্নয়নে তাদের কোনো ভূমিকা না থাকা স্বত্বেও তারা আজ এদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকায় অন্তভূক্ত।
অন্যদিকে এদশের রবিদাস সম্প্রদায় দেশের অর্থনেতিক চালিকা শক্তি চামড়া শিল্প প্রতিষ্ঠা করা সহ মহান মুক্তিযুদ্বে অংশ নেয়ার পরও তাদেরকে নৃ-গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়ে সরকার বৈষম্যতা সৃষ্টি করেছে।
তারা মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন সরকারকে রবিদাস সম্প্রদায় কি উপহার দিলে তারা নৃ-গোষ্ঠীর তালিকায় অন্তভূক্ত হবে?