বরিশালে রোগীদের ৬৭ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন অজিয়র রহমান
নিজস্ব প্রতিবেদক: বরিশালে ১৩৪ জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা দিয়েছেন ডিসি মো. অজিয়র রহমান।
বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে চেক দেন তিনি।
ডিসি বলেন, যেসব ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগী অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদের জন্য এ সহায়তা। এতে পূর্ণ চিকিৎসা না হলেও কিছুটা ব্যয় মেটানো সম্ভব হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।
১৩৪ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে। মোট ৬৭ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক ।