বরিশালে রোভার স্কাউটস সদস্যদের পদক ও সনদ বিতরণ
শাহাজাদা হিরা: বরিশালে রোভার স্কাউটস সদস্যদের মাঝে পদক ও সনদ বিতরণ করা হয়েছে। ২৭ আগস্ট বিকালে বাংলাদেশ স্কাউট, বরিশাল জেলা রোভার এর আয়োজনে। বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। বরিশাল জেলা রোভার স্কাউটস এর ৭৮ তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা রোভার স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, বাংলাদেশ স্কাউট এল. টি, প্রফেসর শাহজাহান, বাংলাদেশ স্কাউট বরিশাল কমিশনার, অধ্যক্ষ এস এম তাইজুল ইসলাম, সম্পাদক বাংলাদেশ রোভার স্কাউট বরিশাল জেলা, মোঃ নজরুল ইসলাম (এলটি) সহ বাংলাদেশ রোভার স্কাউট বরিশাল জেলার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে কয়েকজন রোভার সদস্যদের মাঝে পদক ও সনদ বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক। রোভার সদস্য রুবিন আক্তার, আর এস এল কীর্তনখোলা মুক্ত রোভার এএলটি পদক পান।
ট্রেজারার বরিশাল জেলা রোভার, মোঃ মাসুম বিল্লাহ তিনি উড ব্যাজ পদক এবং যুগ্ম সম্পাদক বরিশাল জেলা রোভার, মু দেলাওয়ার হোসাইন তিনি উড ব্যাজ পদক পান।