বরিশালে লঞ্চ চলাচল বন্ধ, তীব্র ভোগান্তিতে অভ্যন্তরীন যাত্রীরা
সোহেল আহমেদ: বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা লাগাতার কর্মবিরতির কারণে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে আজ বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে না। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
নৌযান শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি প্রচার সম্পাদক মো. সেরাজুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল বেতন ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবীতে কর্মবিরতিতে গিয়েছিলেন নৌযান কর্মচারীরা। তখন সরকার ও মালিক পক্ষের সাথে বৈঠকে সিদ্ধান্ত হয় ৪৫ কার্যদিবসের মধ্যে তাদের দাবী পূরণ করা হবে।
তবে ২৬ জুন এর মেয়াদ উত্তীর্ণ হলেও ১০ জুলাইয়ের এক বৈঠকে নৌ পরিবহণ মন্ত্রী বলেছিলেন ১৫ জুলাইর মধ্যে ব্যবস্থা নিবেন।
সময় পাড় হলে ২০ জুলাই নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা সিদ্ধান্ত নেয় দাবী না আদায় হওয়া পর্যন্ত ২৩ জুলাই মধ্যরাত থেকে সকল প্রকার নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করে। তাদের দাবী না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানালেন সংগঠনের এই নেতা।
এদিকে কর্মবিরতীর কারণে বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ চলাচল না করায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী পন্টুনে অপেক্ষা করছে কখন লঞ্চ ছাড়বে।
ভোলার যাওয়ার উদ্দেশ্যে আসা মো. আরিফ নামে এক লঞ্চ যাত্রী বলেন, ঘাটে এসে দেখি লঞ্চ ছাড়বে না। অথচ সামনে কোরবানীর ঈদ, এসময় লঞ্চ চলাচল বন্ধ থাকলে আমাদের অনেকে ক্ষতি হয়ে যাবে।