বরিশালে শিশুদের নিয়ে ফল উৎসব করলেন ডিসি অজিয়ার রহমান
নিজস্ব প্রতিবেদক:বরিশালে শিশুদের নিয়ে ফল উৎসব করলেন জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়ার রহমান। বরিশালেন লাল সবুজ সোসাইটির উদ্যোগে শিশু পরিবারে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
আজ ৮ জুলাই বিকাল ৫ টায় বরিশাল লাল সবুজ সোসাইটির আয়োজনে। সরকারি শিশু পরিবার বালিকা দক্ষিণে শিশু পরিবারের শিশুদের সাথে ফল উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেনবরিশাল সমাজসেবা অধিদফতর উপ-পরিচালক আল মামুন তালুকদার, বিভাগীয় কর্যালয় এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান,মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপক কুমার রায়, বরিশাল সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু,বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় এর প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, এনজিও কর্মী দিপু হাফিজুর রহমানসহ লাল সবুজ সোসাইটির সদস্য এবং শিশু পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি বৃন্দরা আলোচনা করেন। পরিশেষে জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান শিশু পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে বিভিন্ন প্রকার ফল খেয়েছেন।