বরিশালে শিশু আনন্দ মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক
ফারজানা ইয়াসমীন: বরিশালে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। লিখতে পড়তে শিখতে চাই আনন্দময় শৈশব চাই এই স্লোগানে আজ ২৯ জুলাই সোমবার শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিশেষ শাখা (ডিএসবি) মোঃ নাইমুল হক,জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, নারীনেত্রী অধ্যাপিকা শাহ সাজেদা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী ইউনিসেফ তৌফিক আহাম্মেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা।
শুরুতে ফিতা কেটে দুইদিন ব্যাপি শিশু আনন্দমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল। পরে অতিথিদের অংশগ্রহণে শিশু বিষয়ক আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন।
দুইদিন ব্যাপি মেলায় থাকবে শিশু সমাবেশ ও প্রদর্শনী উদ্বোধন, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু নাট্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান।