বরিশালে শিশু ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ
ফারজানা ইয়াসমীন: বরিশালে শিশু ও নারীর প্রতি যৌন সহিংসতার প্রতিবাদ ও মানববন্দন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত যুব সমাজ এর আয়োজনে আজ (২১ জুলাই) রোববার সকাল ১০ টায় অশ্বিনী কুমার হল চত্বরে শিশু ও নারীর প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
এছাড়াওে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ, ইয়ুথ নেটের সভাপতি, শাকিলা ইসলাম সহ বিভিন্ন সামাজিক যুব সমাজের প্রতিনিধিরা।
সামাজিক সংগঠন সমুহের অংশ গ্রহণে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধন ও শহিদ মিনার অভিমুখে পদযাত্রায় বরিশালের যুব সংগঠন, জিও, এনজিও, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও রোভার স্কাউটদের সম্মিলিত অংশগ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।