বরিশালে শোক দিবস উপলক্ষে সাউথ এ্যাপোলো কতৃপক্ষের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গুবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে সাউথ এ্যাপোলো মেডিকেল হাসপাতাল কতৃপক্ষ। এসময় সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতাল এর চেয়ারম্যান ডা:গোলাম মাহমুদ,ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসেন তাপস, অধ্যক্ষ ডা:আবুল কালাম আজাদ, পরিচালক ডা:রনজিৎ খা , পরিচালক ডা: নজরুল ইসলাম, পরিচালক ডা: জাহিদ, পরিচালক মিসেস শহিদুল আলম ও অন্যান্য পরিচালক সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাঙালি ও বাংলাদেশের শোকের দিন আজ। শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস । ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট, তখন প্রায় ভোর। ৩২ নং সড়কের নিজ বাড়িতে একদল বিপথগামী সেনা সদস্য গুলি চালিয়ে হত্যা করে বঙ্গবন্ধু সহ তার পরিবারের আরো ৮ জনকে। অন্যদিকে আরো দুটি ঘাতক দল হত্যা করে আব্দুর রব সেরনিয়াবাত ও শেখ মনি সহ তাদের পরিবারের আরো ৬ জনকে। অভিশপ্ত সেই রাতে ঘাতকেরা বাংলাদেশেকে অভিভাবক শুন্য করতে মোট ১৭ জনকে নির্বিচারে গুলি করে হত্যা করে।
যুদ্ধপরবর্তী ঠিক যে সময়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বপ্নের মত সুন্দর করে সাজাতে শুরু করেছিলেন ঠিক সে সময়েই ষড়যন্ত্রকারীরা হত্যা করলো সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নবাজ কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।