বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান
সোহেল আহমেদঃ বরিশালে হাবিবুর রহমান বাচ্চু নামের এক শ্রমীক লীগ নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ -এ যোগদান করেছেন। ২৭ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়ন এর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপস্থিতির মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল এয়ারপোর্ট থানা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, ইউনিয়ন সভাপতি মোঃ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সদ্য যোগদানকৃত শ্রমীক লীগ নেতা হাবিবুর রহমান বাচ্চু দীর্ঘদিন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে দলের দুস্বময়ে মিছিল মিটিংয়ের মাধ্যমে সক্রিয় ছিলেন।
যোগদানের কারণ সম্পর্কে জানতেন চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সদ্য যোগদান করা হাবিবুর রহমান বাচ্চু বলেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালের গতো ১৬ বছরের সময়ে ১৬ পয়সাও আমরা পাইনি, পকেটের টাকা খরচ করে দলের প্রগামগুলোতে সক্রিয় থেকেছি অথছ দলের ব্যানারে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আর আমরা মাঠ পর্যায়ে ত্যাগ সিকার করেও সাধারণ মানুষের কাছে আস্থা সংকটে পরেছি।
এক প্রশ্নের উত্তরে জনাব বাচ্চু বলেন, আমরা দল করলেও সবসময়ই আতঙ্কিত থাকতে হতো, জুলাইয়ের গণহত্যার বিষয় উল্লেখ করে বলেন মানুষ হত্যার মতো জগন্য কাজ করে রাজনীতির মাঠে থাকা যাবে না, আমরা চাই ভালো রাজনীতি চর্চা, মানুষের পাশে থেকে সবসময় সমাজ উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন কাশীপুরের একসময়ের জনপ্রিয় এই নেতা শ্রমীক লীগ নেতা।