বরিশালে সন্দেহ করে কাউকে মারা হলে কঠোর শাস্তি: পুলিশ সুপার সাইফুল ইসলাম
শামীম আহমেদ: বরিশাল জেলার সকল উপজেলায় কল্লাকাটা আর ছেলে ধরা মনে করে কাইকে সন্দ্রেহ জনকভাবে পিঠিয়ে মারা হলে ফৌজধারী আইনে কঠোর শাস্তির আওতায় আনা হবে তাদেরকে।
কেহ যেন গুজবে কান না দেয় সেজন্য ইতি মধ্যে জেলার সকল উপজেলার ইউনিয়নগুলোত পুলিশ সদস্য ছাড়াও জন প্রতিনিধিদের সহযোগীতায় মসজিদ,মন্দির, হাট বাজারা সহ বিভিন্নস্থানে জন সাধারনকে সচেতনতার লক্ষে মাইকিং প্রচার ও প্রচারনার ব্যবস্থা করা হয়েছে।
তারপরেও যদি আপনাদের কারো প্রতি সন্দ্রেহ হলে নিজেদের হাতে আইন না নিয়ে পুলিশ বাহিনীর সদস্যদের খবর দিয়ে সহযোগীতা করার জন্য আহবান করেন বরিশাল জেলা পুণিশ সুপার সাইফুল ইসলাম (পিপিএমবার)।
আজ বুধবার বেলা ১২টায় জেলা পুলিশ লাইনস্থ ইন সার্ভিস টেনিং সেন্টার ভবনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুল ইসলাম এতথ্য তুলে ধরেন।
এসময় তার পাশে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।
পুলিশ সুপার আরো বলেন বরিশাল জেলায় এধরনের ঘটনা সৃষ্টি হবার কোন সম্ভবনা নেই। আর তা ঘটতে দেয়া হবে না।
এছাড়া পদ্বাসেতুতে এধরনের কোন বস্তুর প্রয়োজন নেই কেহ যদি এসব প্রচার করেন তাদের বিরুদ্বে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারপরেও যদি কারোর প্রতি কোন সন্দ্রেহ দেখা দিলে ( ৯৯৯) নম্বরে ফোন করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার জন্য গণমাধ্যম সহ সকল নাগরীকদের প্রতি আহবান জানান পুলিশ সুপার।
দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ
জনসচেতনতায় সংবাদটি শেয়ার করুন