বরিশালে সব অপপ্রচারের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জেলা প্রশাসকের
মো: জিহাদ রানা: বরিশালে সব অপপ্রচারের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান করলে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। ডেঙ্গু ও গুজব প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ আহবান করেন। ৫ আগস্ট দুপুর ১ টায় কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় কলেজ এর আয়োজনে ডেঙ্গু ও গুজব প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি বরিশাল জেলা আওয়ামীলীগ মোহাম্মদ হোসেন চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, উপজেলা শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা, প্রধান শিক্ষক এ,কে,এম, সিরাজুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শহীদ মোহসীন হিমুসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে জেলা প্রশাসক স্কুল চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্যক্রমের উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে আলোচনা সভায় জেলা প্রশাসক সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকলের প্রতি দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক ।