বরিশালে সাবেক ডিসির প্রতিষ্ঠিত স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল কালেক্টরেট স্কুল অন্ড কলেজ এর নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস ।
অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার ৯ জুলাই সকাল ১০ টায়। বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে নগরের বান্দ রোডস্থ বরিশাল কালেক্টরেট স্কুল অন্ড কলেজ এর নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফিতা কেটে ফলক উন্মোচন করে এটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
এরপরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় অতিথিরা স্কুলের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল এর পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সমীর কুমার রজকদাস, স্থানীয় সরকার বরিশাল এর উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিজন এস এম ইকবাল, বরিশাল কালেক্টরেট স্কুল অন্ড কলেজ অধ্যক্ষ খন্দকার অলিউর ইসলাম সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
৭৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এর আগে ২০১৭ সালে বরিশালের সাবেক জনপ্রিয় জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামান শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান সেই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।