বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন ডিসি অজিয়র রহমান
মো: জিহাদ রানা: বরিশালে শিশুদের মুখে ঈদের হাসি ফোটালেন জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান । জেলা প্রশাসন থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রথমবারের মতো শিশু পরিবারে কোরবানির গরু দিলেন তিনি।
১১ আগস্ট রবিবার সকাল ১০ টায়, জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের খুশি ভাগাভাগি করতে সরকারি শিশু পরিবার সমূহের শিশু নিবাসীদের জন্য কোরবানির গরু বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার, জেলা প্রাণিসম্পদ অফিসার, ডঃ মোঃ নূরুল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা।
শিশু পরিবারের শিশুরা যাতে কোরবানির ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। তাদের যেন কারো গোশত দেয়ার অপেক্ষা করতে না হয় তার জন্যজেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।