বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে সমন্বিত শিশু পুর্নবাসন কেন্দ্রের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ ও ইফতার করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আজ ১৯ মার্চ বুধবার বিকালে সাড়ে ৫ টায় রুপাতলী সমন্বিত শিশু পুর্নবাসন কেন্দ্রের হল রুমে সমন্বিত শিশু পুর্নবাসন কেন্দ্রের আয়োজনে নিবাসী দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ ও ইফতার করলেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল একেএম আখতারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তরবরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপ-প্রকল্প পরিচালক মোঃ আবু জাফর সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এবং শিশুরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে শিশুদের হাতে ঈদের নতুন পোষাক তুলে দেন জেলা প্রশাসক বরিশাল। পরে দেশের মানুষের মঙ্গলকামনা করে দোয়া মোনাজাত করে ইফতার করেন অতিথি বৃন্দরা।