বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবাষির্কী পালিত
শামীম আহমেদ: কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালে পৃথক পৃথক স্বেচ্ছসেবক দলের ৩৯তম
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় সদর রোড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক পৃথক প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। প্রথমে জেলা স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয়ের সামনে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩৯ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় পরে দলীয় কার্যালয় এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন। জেলা স্বেচ্ছসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি উত্তর জেলা
বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ,মহানগর বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মীর জাহিদুল কবীর জাহিদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান আউয়াল,সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ্ধসঢ়; সাদি, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান ভূইয়া মামুন সহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ। এর পূর্বে মহানগর স্বেচ্ছাসেবক দল একই স্থানে ১১টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এসময় প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মীর জাহিদুল কবীর জাহিদ, সাধারন সম্পাদ মশিউর রহমান মঞ্জু, সহ-সভাপতি মতিউর রহমান মিঠু,নুরুল আমিন কোটন,একেএম তৌহিদুল ইসলাম,আরমান সিকদার নুন্না,রিয়াজ মাহমুদ মিলটন,এ্যাড. আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্যরা।