বরিশালে ৩৬ লাখ ৮৩ হাজার টাকার অনুদান দিলেন ডিসি অজিয়র রহমান
মো: জিহাদ রানা,দৈনিক বরিশাল ২৪.কম: বরিশালে ৩৬,৮২,৮০০ টাকার অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
রোববার (৪ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রদত্ত অনুদানের চেক বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ সহ চেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
বরিশালে মাননীয় প্রধানমন্ত্রীরর ত্রাণ ও কল্যাণ তহবিল, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রদত্ত ৩০১ টি চেকের বিপরীতে ৩৬,৮২,৮০০ টাকা অনুদান বিতরণ করা হয়।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
পাশাপাশি তিনি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অপরাজেয় বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন।