বরিশালে ৫ দিনব্যাপী জাতীয় সঙ্গীত এবং বাংলা সঙ্গীত সংস্কৃতিক শিখন কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে জাতীয় সঙ্গীত এবং বাংলা সঙ্গীত সংস্কৃতিক শিখন কর্মসূচি ২০১৯ অনুষ্ঠিত। সকলের জন্য সঙ্গীত সকলের জন্য সংস্কৃতি এই স্লোগান নিয়ে রোববার ৭ জুলাই সকল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নিজস্ব অডিটোরিয়ামে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়, জাতীয় সঙ্গীত এবং বাংলা সঙ্গীত সংস্কৃতিক শিখন কর্মসূচি ২০১৯ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ হাসানুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, সংস্কৃতিজন ললিত দাস, প্রশিক্ষক শিল্পকলা একাডেমী বরিশাল, রিমি সাব্বিরসহ অংশগ্রহণকারী ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৫ দিনব্যাপী জাতীয় সঙ্গীত এবং বাংলা সঙ্গীত সংস্কৃতিক শিখন কর্মসূচি চলবে ৭ থেকে ১১ জুলাই ২০১৯ পর্যন্ত। ৪ জন প্রশিক্ষক প্রায় ৬০০ জন অংশগ্রহণকারীদের জাতীয় সঙ্গীত এর পাশাপাশি বাংলা সঙ্গীত প্রশিক্ষণ দিবেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল।