বরিশালে ৭ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিলো প্রশাসন
জিহাদ রানা: বরিশালে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে দিলো জেলা প্রশাসন ।
সেমবার (২৬ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলার কালা বদর নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমানের কারেন্ট জাল জব্দ করেন কোস্টগার্ড ও মৎস অধিদপ্তর।
এসময় প্রায় ৭ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেন। এর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে নগরীর রসুলপুরে কারেন্ট জাল ধ্বংস করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় জেলা মৎস্য কর্মকর্তা (হিলশা) বিমল চন্দ্র দাস, এস জি পিও (এক্স), কোস্টগার্ড, এস এনামুল হক সহ কোস্টগার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।