বরিশাল জিলা স্কুলে বইয়ের মোড়ক উন্মোচন করলেন ডিসি অজিয়ার রহমান
নিজস্ব প্রতিবেদক:বরিশাল জিলা স্কুলে বইয়ের মোড়ক উন্মোচন করলেন বরিশাল জেলা প্রশাসক (ডিসি) অজিয়ার রহমান । গতকাল সোমবার (২২ জুলাই) এক অনুষ্ঠানে তিনি জিলা স্কুলে বইয়ের মোড়ক উন্মোচন করেন।
লেখক রত্না সাহা এবং আওলাদ হোসেন রেজার আয়োজনে বরিশাল জিলা স্কুল মিলনায়তনে উদ্ভোধনী ইংরেজি ভাষাভাষী ও শ্রবণ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জিলা স্কুল এর প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহবুব হোসেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক মোঃ হাসান, লেখক শিক্ষক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রত্না সাহা ও শিক্ষক বরিশাল জিলা স্কুল আওলাদ হোসেন রেজাসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বরিশাল জিলা স্কুল এর সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।