বরিশালের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা ওহাব
সাইফুল ইসলাম: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ প্রতিযোগিতায় বরিশাল জেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
এ বিষয়ে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে যাচাই বাছাই করে বরিশাল জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত করা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জেলা পর্যায়ে বাছাই কমিটি কর্তৃক বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবকে বিশেষ কৃতিত্বের জন্য জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত করা হয়েছে।
ফারজানা বিনতে ওহাব, উপজেলা শিক্ষা কমিটির মিটিং শিক্ষার মাননোন্নয় ও শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে বিভিন্ন প্রস্তাবণা প্রদান করেন। যা উপজেলা শিক্ষা কমিটির মিটিং এ গৃহীত হয়। উপজেলার ৬ ইউনিয়নয়ে ১৩৪ টি প্রাথমিক বিদ্যালয়কে তিনটি ভাগে ভাগ করে তিনি রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নের অবস্থিত সবগুলো প্রাথমিক বিদ্যালয় নিয়ে কাজ করেছেন।
শিক্ষার মানোন্নয়নে প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সভা করেছেন। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি পূরণ করেছেন। বর্হিঃবিশ্বের মত প্রাথমিক শিক্ষার্থীদের মেধা বিকাশে শ্রেণি কক্ষে এ্যাবাকাস (গণনাকারী যন্ত্র) ও বিজ্ঞান যন্ত যুক্ত করার পরামর্শ দেন। যাহা বিভিন্ন বিদ্যালয়ে যুক্ত করেন। যাহা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে। প্রতিটি বিদ্যালয়ে দুই মাস পরপর অভিভাবক সমাবেশ করেছেন।
জানা যায় ফারজানা বিনতে ওহাব একাধিকবার নির্বাচিত বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। একজন ভাইস চেয়ারম্যান হিসেবে সততা দক্ষতা ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন এর পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। করোনাকালে ব্যক্তিগত অর্থে বাবুগঞ্জের দের হাজার মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার মাধ্যমে উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছিলেন। নিজ উদ্যোগে দুটি পাঠাগাঢ় নির্মাণ করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট ও ছাত্র ছাত্রীদরে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করেছেন যা আগামীতেও চলমান থাকবে বলে জানান তিনি।
এছাড়াও অসহায় নারীদের আত্মনির্ভরশীলতার লক্ষ্যে আর্থিক অনুদান দিয়েছেন যা এখনো চলমান আছে। অনেক অসহায় পরিবারের বৃদ্ধ ও শিক্ষার্থীদের প্রতিমাসে পড়ালেখার খরচ বহন করছেন তিনি।
এছাড়াও এলাকার শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখে ইতোমধ্যেই জনসাধারনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।
অত্যান্ত সদালাপি শিক্ষানুরাগী,বাবুগঞ্জ উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান শহীদ আব্দুল ওহাব খানের কন্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব উচ্চ শিক্ষা অর্জনকারী শিক্ষা ও সামাজিকতার ব্রত নিয়ে জীবনের প্রতিটি মহুর্ত শিক্ষা ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি।
এদিকে শিক্ষা পদক-২০২২ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে বাবুগঞ্জ উপজেলা সহ বরিশাল জেলার সর্বস্তরের নাগরিক বৃন্দের দোয়া ও আন্তরিক ভালোবাসা প্রত্যাশা করেছেন শ্রেষ্ঠ জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ফারজানা বিনতে ওহাব।