বরিশাল জেলা পরিষদে ৪র্থ শ্রেণীর কর্মচারীকে মারধর করার অভিযোগ
শামীম আহমেদ: প্রতিনিয়তই বরিশাল জেলা পরিষদের ঘটে চলছে অনাকাঙ্খিত ঘটনা। সদস্যদের সেচ্চাচারিতায় দিন দিন জেলা পরিষদের সেবা ব্যহত হচ্ছে।
একক আধিপত্য বিস্তারের পায়তারা চালাচ্ছে সদস্যরা। সচিব এর রুম দখল করে চলছে অবৈধ লেনদেন ও প্রকল্প বাণিজ্য। প্রতি বছর জুন মাস এলেই তাদের (সচিব) এর রুমে বিভিন্ন শ্রেণীর মানুষের আনাগোনা বেড়ে যায়। প্রতি মাসিক সভায় চলছে তাদের অশ্লীল আচারণ।
এরই ধারাবাহিকতায় গত ১৭ জুলাই বরিশাল জেলা পরিষদে ৪র্থ শ্রেণীর কর্মচারী দারোয়ন-কাম-কেয়ারটেকার আব্দুর রহীমকে বেধরক মারধর করেছে বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লুর রহমান মিয়া ও সদস্য মোঃ মনোয়ারুল ইসলাম অলি।
বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও কোতয়ালী মডেল থানায় করা অভিযোগ থেকে জানা গেছে এসব তথ্য।
জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লুর রহমান মিয়া ও সদস্য মোহাম্মদ মুনাওয়ারুল ইসলাম অলি ৪র্থ শ্রেণী কর্মচারী রহীম এর সাথে অশ্লিল আচরণ করে। এরই মধ্যে সদস্য মোঃ জিল্লুর রহমান মিয়া ও সদস্য অলি বেধরক মারধর করে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
অভিযোগে উল্লেখ আছে, ৪র্থ শ্রেণীর কর্মচারী রহীম এর সাথে অশ্লীল ব্যবহার এবং মারধর করায় তিনি সামাজিকভাবে হেয় প্রতীপন্ন হয়েছে। ইতিপুর্বে বেশ কয়েকবার রহীমকে মারধর করার জন্য উদ্যক্ত হয় ও বিভিন্ন ভয়ভীতি দেখায় যা বরিশাল জেলা পরিষদের সিসি ক্যামেরায় ধারণ করা আছে বলে যানা গেছে।
অভিযোগে আরো উল্লেখ্য করেন, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রদানসহ কর্তব্যে বাধা দান, ইচ্ছাকৃত ভাবে আঘাত ও জীবন নাসের হুমকি বিচারসহ অন্যত্র বদলী করার দাবী জানান।
এদিকে ৪র্থ শ্রেণীর কর্মচারীরা জানায় এর সুষ্ঠ তদন্ত ও বিচার না হলে তারা কর্ম বিরতিতে যাবে তারা। সদস্য জিল্লুর রহমান মিয়া ও মোঃ মনাওয়ারুল ইসলাম ওলি কর্মচারী রহীমকে মারধর করছে এর বিচার না হলে তারা
সামনে অন্যান্য কর্মচারীদের মারধর করবে।
এ বিষয়ে সদস্য মোঃ মুনাওয়ারুল ইসলাম অলির সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন সামাণ্য একটি কলম ধরার ঘটনাকে কেন্দ্র করে রহিম সদস্য জিল্লুর সাথে চরম অশোভন আচরন করে।
এনিয়ে রহিমের সাথে একটু কথাকাটাকাটি হয় জিল্লুর যা পরে তাৎক্ষনিকভাবে রহিমের সাথে ঘটনার নিস্পত্তি করা হয়। এ ঘটনা নিয়ে এখন চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা পিছন থেকে কলকাঠি নেড়ে পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করছে।
কয়েকদিন আগে আমরা সদস্যরা জেলা পরিষদের পরিবেশ ফিরিয়ে আনার জন্য চেয়ারম্যানকে তিনি সদস্যদের কথা সঠিকভাবে মুল্যায়ন ন করার কারনে আমরা সদস্য সে সভা বয়কট করি। সেই থেকেই চেয়ারম্যান সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে পিছন থেকে কলকাঠি নেড়ে জেলা পরিষদের পারিবেশ ঘোলাটে করছে।
প্রসঙ্গে জানতে চাইলে বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান দৈনিক বরিশাল ২৪.কম কে বলেন, আমার অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারীকে সদস্যরা মারধর করেছে যা সিসি ক্যামেরায় ধারণ করা আছে। আমরা আইনগত ভাবে এগুচ্ছি। যাতে ভবিষৎতে এর রকমের ঘটনা আর না ঘটে। বিষয়টি বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, কোতয়ালি মডেল থানাকে অভিহত করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেনি।
দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ