বরিশাল জেলা ফেব্রিকেটরস নির্বাচনে নিরব সভাপতি, মেহেদী হাসান সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদকঃবরিশাল জেলা ফেব্রিকেটরস নির্বাচন ২০২২-২০২৩ সম্পূর্ন, নব-নির্বাচিত সভাপতি নিরব-সম্পাদক মেহেদী হাসান খান।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিয়ে বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যান সমিতি নির্বাচন ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ শে জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নগরীর মহিলা ক্লাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যান সমিতি নির্বাচনে ৭ টি পদে নির্বাচন করেছেন ১৫ জন প্রার্থী।
এর মধ্যে সভাপতি পদে বিপুল ভোট পেয়ে নিরব হোসেন ও সাধারন সম্পাদক পদে ঘরি মার্কার প্রার্থী এবং খান ট্রেডিং’র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও বরিশাল অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান খান বিজয়ী হয়েছেন। সভাপতি পদে নিরব হোসেন পেয়েছেন ১৩০ ভোট আর তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস এম আলম পেয়েছেন ৯৫ ভোট।
অন্যদিকে সাধারন সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান খান পেয়েছেন ১৫৮ ভোট আর তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর হাওলাদার মিন্টু পেয়েছেন ৬৫ ভোট।
এছাড়াও বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে ইউনুস, প্রচার সম্পাদক সোহেল শিকদার,সহ-সাংগঠনিক হিসেবে রাজিব নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত মেহেদী হাসান খান বলেন, আমার সদস্যরা আমাকে ভালো বেসে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাই আমি এই সংগঠনকে শক্তিশালী ও বেগবান করার যথাসাধ্য চেষ্টা করব।
আমার সকল সহকর্মী ভাইদের সুখে-দুখে সব সময় তাদের পাশে থাকবো, আমি সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি