বরিশাল বিএম কলেজে অতিরিক্ত ফি কমানোর দাবী
রোববার ৩০ জুন সকাল সাড়ে ১০টায় কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস ও কলেজের সামনের সড়ক প্রদক্ষিন করে।
মিছিলকারীরা পরবর্তিতে কলেজের প্রশাসনিক ভবনের গেটের সামনে সড়কে মানববন্ধন করে। এসময় বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম ফিলাপের নির্ধারীত ফি এর বাইরে ম্যাগাজিন ফি, উন্নয়ন ফি, ছাত্রছাতী সংসদ ফি, লাইব্রেরী ফি, পরিবহন ফি, অধিভুক্ত ফি, অত্যবশ্যকীয় ফি, ব্যবস্থাপনা ফি, চিকিৎসা ফিসহ বিভিন্ন অযৌক্তিক ফি আদায় করা হয়।
এসব খাতে ফি নেয়া হলেও এর কোন দৃশ্যমান কার্যক্রম চোখে পড়েনা। তাই এসব ফি বন্ধ ও কমানোর দাবী জানান শিক্ষার্থীরা। তৃতয় বর্ষেল শিক্ষার্থী শাহিদ ইসলামের সভাপতিত্বে এসময় আরিফ আহমেদ, ফয়সাল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিল।