বরিশাল বিমানবন্দর থানার উদ্যোগে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে মুক্ত আলোচনা
আমিনুর রহমান শামীম: বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বাবুগঞ্জের ঐতিহ্যবাহী চাঁদপাশা হাইস্কুল ও কলেজের উদ্যোগে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম রোধকল্পে জনসচেতনতা মূলক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ জুলাই ২০১৯ খ্রিঃ তারিখ বরিশাল বিমানবন্দর থানার উদ্যোগে বাবুগঞ্জের ঐতিহ্যবাহী চাঁদপাশা হাইস্কুল ও কলেজে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম রোধকল্পে জনসচেতনতা মূলক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোক্তার হোসেন ( পিপিএম সেবা) উপ-পুলিশ কমিশনার ( উত্তর) বিএমপি, বরিশাল এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আব্বাস উদ্দিন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী উপ- কমিশনার, বিএমপি, বরিশাল সহ ওসি, ওসি তদন্ত, এসআই ও এএসআই বৃন্দ এয়ারপোর্ট থানা, বরিশাল সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী ও গভর্ণিংবডির সদস্যগণ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল বক্তা সহকারী উপ-পুলিশ কমিশনার বিএমপি এবং প্রভাষক আমিনুর রহমান শামীম শিক্ষার্থীদের সাথে মুক্ত ও প্রাণবন্ত আলোচনার মধ্যদিয়ে সাইবারক্রাইম ও মাদকের ক্ষতিকারক দিক ও সচেতনতা বিষয়ক আলোচনা করেন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত উপ- কমিশনার, বিএমপি, বরিশাল, জিবি সদস্য আব্দুল মান্নান ফকির, জিবি সদস্য দুলাল আকন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইসমাইল হোসেন, শিক্ষক নেতা প্রভাষক মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেন, ওয়ার্সকাস পার্টির ইউনিয়ন সভাপতি ও সহঃ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান, মিজানুর রহমান, ইনস্ট্রাক্টর মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসআই মনির।