বরিশাল শেবাচিমে ৫০ রোগী, অনিবন্ধিত প্রতিষ্ঠানে জ্বরের চিকিৎসা করা যাবেনা
শামীম আহমেদ:বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৫০ জন রোগী
বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। যারমধ্যে ৩ জন শিশু, ৩৪ জন পুরুষ ও ১৩ জন মহিলা রয়েছেন।
বুধবার (৩১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন ডেঙ্গু রোগী। যারমধ্যে এ হাসপাতালে এপর্যন্ত মোট ভর্তি হয়েছে ১০১ জন রোগী।
যাদের মধ্যে বাড়ি ফিরে গেছে ৫১জন। অপরদিকে ডেঙ্গু রোগীদের দিন দিন বৃদ্ধি পাওয়ায় তাদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।
পাশাপাশি খুব শিঘ্রই চিকিৎসক ও নার্সদের নিয়ে একটি সেমিনার করা হবে বলে তিনি জানান। এদিকে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও করনিয় সম্পর্কে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সভা করলেন ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দদের সাথে।
সভায় বরিশালের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু ্র প্রতেরোধে জনসচেতনতা মূলক ব্যানার
টানানোর নির্দেশ দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
এর পাশাপাশি সভায় ডেঙ্গু রোগ সনাক্ত করণ পরীক্ষা-নিরীক্ষা সরকার নির্ধারিত ফিতে করানো এবং সকল
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিছন্ন রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আবদুর রহিম জানান, ডেঙ্গু চিকিৎসায় এরই মধ্যে নতুন গাইডলাইন তৈরি করেছে সরকারের স্বাস্থ্য বিভাগ।
অনিবন্ধিত স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক জ্বরের চিকিৎসা করানো যাবে না। ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসায় জ্বর নিয়ন্ত্রণে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ বা চিকিৎসা, যেমন অ্যান্টিবায়োটিক বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ, এনএসএআইডি, স্টেরয়েড, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্লাটিলেট কনসেনট্রেট চিকিৎসকের পরামর্শ ছাড়া দেওয়া যাবে না।