বঙ্গবন্ধুর জীবনী পড়ে শিশুদের আদর্শ নাগরিক হতে হবেঃ বাউল শিল্পী ফজলুল সরকার
ফারজানা ইয়াসমিনঃ ধানসিঁড়ি আদর্শ কে জি স্কুল ও সারাদিনের স্কুল নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার আয়োজিত দিবসটি উপলক্ষে সূর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলন করা হয়। ধানসিঁড়ি আদর্শ কে জি স্কুলের হল রুমে আলোচনা সভা ও দোয়া মোনাজাত শুরু হয় সকাল দশটায়। পবিত্র কুরআন থেকে তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
ধানসিঁড়ি আদর্শ কে জি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক রুবেল মজুমদার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রখ্যাত বাউল শিল্পী মোঃ ফজলুল সরকার বলেন, বঙ্গবন্ধু ছিলেন সর্বসাধরনের প্রিয় মানুষ, তিনি (বঙ্গবন্ধু) রাজনীতি করেছেন মানুষের কল্যাণে, তাঁর চিন্তা ধ্যানধারণা ছিলো বাংলার মানুষের উপকার নিয়ে। সেজন্য সকল শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পড়ে আদর্শ নাগরিক হতে আহবান জানান দেশ বরেণ্য শিল্পী ফজলুল সরকার। এর আগে বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম ইপিজেড থানাধীন স্বাধীনতা আন্তঃজেলা পরিষদ এর ৩৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ জসিমউদদীন শরিফ, ধানসিঁড়ি আদর্শ কে জি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক রুবেল মজুমদার,মাজেদা ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এমদাদুল হক, মুন্নী আকতার, সালমা আক্তার, ফারজানা ইয়াসমিন, আবদুস সালাম, নুপুর আকতার প্রমূখ।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনীর উপর শিক্ষার্থীদের প্রশ্নউত্তর প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ৫ম শ্রেণির শিক্ষার্থী রাইছা আকতার রোজ প্রথম, মিম আকতার ২য় এবং নিউমুরিং গ্রামার স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী হাসিবুল ইসলাম ৩য় স্থান অধিকার করে।
পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনা সহ দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আবদুস সাকুর।