বর্ষাকালে স্কুলের শিশুদের যাতায়াতে অসুবিধা হবেনা: সচিব সাজ্জাদুল হাসান
বিশেষ প্রতিনিধি,দৈনিক বরিশাল ২৪.কম: সরকার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের প্রতি অনেক আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। গ্রামগজ্ঞ থেকে শুরু করে দেশের প্রতিটি স্কুলগুলোতেই সরকারের বিশেষ নজড়দাড়ি রয়েছে।
স্কুলে যেতে যে এলাকায় সমস্যা দেখা দিবে খবর পেলে সেখানেই শিশুদের নিরাপদ যাতায়াতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
সচিব সাজ্জাদুল হাসানের সহযোগিতা খালিয়াজুরী উপজেলায় স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী জন্য বর্ষাকালে স্কুলের যাতায়াতের সুযোগ সুবিধার্থে একটি নৌকা হস্তান্তর করা হয়।
গতকাল সোমবার (২২ জুলাই) উপজেলার একটি মাঠে নৌকা হস্তান্তর করন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাধারন মানুষের ঢল নামে।
অনুষ্ঠানে খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার এবং উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং সকল ইউনিয়ন চেয়ারম্যান, জন প্রতিনিধিগণ ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।