বাউফলে ডোবায় ভাসছে অজ্ঞাত যুবকের লাশ
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে ডোবায় ভাসছে এক অজ্ঞাত যুবকের লাশ। প্রত্যক্ষদর্শীরা ধারনা করছেন নিহত যুবকের আনুমানিক বয়স ২৫বছর।
সোমবার সকালে ভাসমান অবস্থায় যুবকের মৃত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবরের সত্যতা নিশ্চিত করেছেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক ফকির।
এখন পর্যন্ত নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলের রয়েছি, এখনই কোনো মন্তব্য করতে পারছি না।