বাকেরগঞ্জে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা হারুন সিকদার
নিজস্ব প্রতিনিধিঃবরিশালের বাকেরগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ সিকদার।
শুক্রবার (২৯ এপ্রিল) বাদ আসর উপজেলার ভরপাশা ইউনিয়নের জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় ২ হাজার নারী-পুরুষের মাঝে শাড়ি, থ্রি পিস ও লুঙ্গি বিতরণ করেন।
বরিশাল জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ সিকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. মুজিবুর রহমান নান্টু, বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাব্বির নেওয়াজ সাগর, মিজানুর রহমান মিলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মসিউর রহমান মাসুদ, আব্দুস শুকুর বাচ্চু নেগাবান, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, বিএনপি নেতা রুহুল আমিন জোমাদ্দার, জাকির হোসেন সিকদার, লায়ন মোফাজ্জেল হোসেন জমাদ্দার, অহিদুল ইসলাম স্বপন শিকদার, এড. মজিবর রহমান মোল্লা, এড. মতিউর রহমান সেন্টু, আলাউদ্দিন জজ, হুমায়ুন কবির জলিল মাস্টার, মাহতাব উদ্দিন সানির, কবির সন্যামত, আলাউদ্দিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা, আবুল কালাম শামীম, নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বশির হাওলাদার প্রমূখ।
ঈদ বস্ত্র বিতরণ শেষে ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।