বাকেরগঞ্জে শিক্ষক দম্পতির হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ মুনসুর আহমেদ এর বাসায় ১০ এপ্রিল গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, একদল সশস্ত্র ডাকাত ঘরের পিছনের দিকের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে মনসুর আহমেদ ও তার স্ত্রী হাসিনা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ও মুখের ভিতর কাপড় ঢুকিয়ে মেঝেতে ফেলে রাখে।
ডাকাতরা বাড়ির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ভাঙচুর চালায় এবং সমস্ত মূল্যবান সামগ্রী ( স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ অর্থ ) হাতিয়ে নিয়ে নিয়ে চলে যায়।
ডাকাতির ঘটনা শুনে বাকেরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন সহ পুলিশের একটি টিম পরিদর্শন করে।
উল্লেখ্য, মুনসুর আহমেদ সাহেব রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দারুন্নাজাত মাদ্রাসা, রহমগঞ্জ বাজার জামে মসজিদ, হাসিনা মনসুর ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অবসর গ্রহণের পর থেকে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আসছিলেন। গত ৩০ মার্চ স্কুলগামী ছাত্রীদের ইভটিজিং কারীদের হাত থেকে রক্ষার জন্য নিরাপত্তা চেয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত আবেদন করেছিলেন।