বাকেরগঞ্জে সড়কের ওপর বিদ্যুতের খুঁটি
ভ্রাম্মমান প্রতিবেদক: বরিশাল পল্লী বিদুৎ সমিতি-১ এর খুঁটি রাস্তার মাঝে। বরিশালের বাকেরগঞ্জ থানার ৩ নং দাড়িয়াল ইউনিয়নের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ সড়কে বেসকয়েকটি বৈদ্যতিক খুঁটি রয়েছে। এলাকাবাসীর সুত্রে পাওয়া তথ্যে জানা যায়, কাটাদিয়া খেয়াঘাট টু কামারখালী বাজারের কেরানী বাড়ি ও মতির দোকান টু মিয়ার হাট সড়কের কবির মেম্বারের বাড়ি সংলগ্ন কয়েকটি বিদ্যুতের খুটি রাস্তার মাঝখানে রয়েছে।এর কারণে প্রতিনিয়ত ছোটো ছোটো দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারন মানুষ। বড় ধরনের প্রাণহানি ঘটার আগেই সংশ্লিষ্ট কতৃপক্ষকে ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।
(তথ্যসুত্রফেসবুক থেকে নেয়া)