বাগেরহাটে শ্রমিকদের মাঝে মশারি বিতারণ
শেখ রাফসান,(মোংলা) বাগেরহাট থেকে: দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহতা রোধে মোংলা ইপিজেড অধীন বেসরকাররি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে মশারি বিতারণ করা হয়েছে।
শনিবার (০৩ আগস্ট ) বেলা ১১ টায় জি,এল গ্রুপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে মশারি দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পানির জেনারল ম্যানেজার মোঃ কাবির হোসেন, কোয়ালিটি ডিপারমেন্টের ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম, এইচ আর ডিপার্টমেন্টের ম্যানেজার মোঃ শাহ জালাল, সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার মোঃমানিক হোসেন ও ফ্লোর ইনচার্জ মোঃ সোহেল হাওলাদার।
এ সময় সংক্ষিপ্ত বক্তিতায় কম্পানির জেনারল ম্যানেজার মোঃ কাবির হোসেন বলেন শুধু মশারির দিয়ে ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভাব নয়।
আমাদের সকল কে সচেতন থাকতে হবে। ডেঙ্গু রোধে আপনাদের বশত বাড়ির আঙ্গিনায় কোন পাত্রে জমে থাকা পানি আছে কি,না সেই দিক ও খেয়াল রাখতে হবে, সেই সাথে বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সহ সকল কে সজাগ দৃস্টি রাখতে হবে ডেঙ্গু রোধে। এসময় প্রতিষ্ঠানের মালিক জন কুন পার্ক এর উদ্দোগে প্রাথমিক পর্যায় ২৫৫ জন শ্রমিকের মাঝে তুলে দেয়া হয় মশারি।