বাগেরহাটে ২৬ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক
শেখ রাফসান,বাগেরহাট: বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী। মংলা কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় আটক শুল্ক’কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ২৬ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে কোস্ট গার্ড।
গত ০৪ আগস্ট আনুমানিক ভোর রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মংলার টহল দল হারবারিয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাট জেলার মোংলা থানাধীন নন্দবালা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এমভি মারিয়া নামক বাল্কহেড হতে অবধৈ পণ্য আটক করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দল দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড পিছু ধাওয়া করে।
এসময় চোরাকারবারীরা অবৈধ শাড়ি বোঝাইকৃত বাল্কহেডটি ছেড়ে পালিয়ে যায়। পরবর্তিতে ওই বাল্কহেড হতে ২৪৪৯৫ পিস বিদেশী শাড়ি, ৩১ পিস লেহেঙ্গা, ১১৯ পিস ফ্রক এবং ৭৬ পিস প্লাজো জব্দ করা হয় যা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫,৫৫,৩৯০০০ (পচিশ কোটি পঁঞ্চান্ন লক্ষ উনচল্লিশ হাজার )। এ ঘটনার পর খুলনাসহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ বিদেশী কাপড়ের চোরাচালানী বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকা সমূহে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।