বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড
নিজস্ব প্রতিবেদকঃ বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড।
ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেডের পক্ষ থেকে সব কর্মকর্তা- কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল, রেড ক্রিসেন্ট বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তহবিলে প্রদানের ঘোষণা দেন।
আজ সোমবার ( ২ সেপ্টেম্বর, ২০২৪) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেডের এক্সিকিউটিভ ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন।
তিনি জানান,ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেডের পক্ষ থেকে সব কর্মকর্তা- কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোপূর্বে করোনা মহামারী সহ, যেকোনো জাতীয় দূর্যোগে ইয়কোহামা লিমিটেড সাধারণ মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে।