বাবুগঞ্জের বকশিরচরে রাস্তা নয় যেন ধানক্ষেত
নিজস্ব প্রতিবেদক: বর্ষার কারণে বাবুগঞ্জে একটি সড়ক শতাধিক পরিবারের গলার কাঁটায় পরিণত হয়েছে। একটি সড়কের কারণে চরম দুর্ভোগে আছেন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম বকশিরচর গ্রামের শতাধিক পরিবার।
বকশিরচর গ্রামটির পশ্চিমাংশের ওই এলাকাটির একমাত্র যাতায়াতের প্রধান মাধ্যম ভাড়ানিকান্দা কাঁচা সড়কটি। সড়কটির উপর নির্ভর করে প্রতিনিয়ত ঘনবসতিপূর্ণ ওই এলাকাটির শিক্ষার্থীসহ কয়েক হাজার সাধারণ মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।
গত কয়েক দিনের টানা বর্ষণে সাবেক ইউপি সদস্য হাসেম বেপারীর বাড়ি থেকে মহিলা দাখিল মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে হাটু পরিমাণ কাদা জমে এমনই বেহাল দশার সৃষ্টি হয়েছে যে পায়ে হেটে যাওয়াও মুশকিল হয়ে পরেছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, কোমলমতি শিশুরা ওই সড়কটি দিয়ে মোহনগঞ্জ হাইস্কুল এ্যান্ড কলেজ, মুন্সি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা দাখিল মাদ্রাসা, চাঁদপাশা হাইস্কুল এ্যান্ড কলেজে যাতায়াত করে থাকে নিয়মিত।
তাছাড়া মোহনগঞ্জ এবং লাকুটিয়া বাজার এমনকি থানা ও উপজেলা সদরের সাথে স্থানীয়দের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। কোন কাজে কাউকে গৃহের বাহিরে যেতে হলে হাটু পরিমাণ কাদা ভেঙ্গে যাতায়াত করতে হচ্ছে। শুকনার মৌসুমে এ দূর্ভোগ না থকলেও পর্ষার মৌসুম এলেই এলাকাবাসী পরেন চরম বেকায়দায়।
নির্বাচনের পূর্র্বে প্রার্থীরা ওই সড়কি সংস্কার কিংবা পাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসলেও নির্বাচনের পরে তারা বিষয়টির প্রতি আর গুরুত্ব দিচ্ছেন না। তাই এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য মাসুম চৌধুরী বলেন, ইতিপূর্বে বেপারী বাড়ি থেকে মহিলা দাখিল মদ্রাসা পর্যন্ত সড়কটি আধা পাকা করার জন্য প্রকল্পের সুপারিশ করে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বরাবর প্রেরণ করা হয়েছে যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ বলেন, অতিগুরুত্বপূর্ন না হলেও সড়কটির আশপাশ ঘনবসতি এলাকা এবং সড়কটি কার্পেটিং না হলেও সাধারণ মানুষের ভোগান্তি লাঘমের জন্য অন্তত আধাপাকার একান্ত দরকার।