বাবুগঞ্জের বকশিরচরে রাস্তা নয় যেন ধানক্ষেত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাবুগঞ্জের বকশিরচরে রাস্তা নয় যেন ধানক্ষেত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৭, ২০১৯ ১২:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

বাবুগঞ্জের বকশিরচরে রাস্তা নয় যেন ধানক্ষেত

নিজস্ব প্রতিবেদক: বর্ষার কারণে বাবুগঞ্জে একটি সড়ক শতাধিক পরিবারের গলার কাঁটায় পরিণত হয়েছে। একটি সড়কের কারণে চরম দুর্ভোগে আছেন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম বকশিরচর গ্রামের শতাধিক পরিবার।

বকশিরচর গ্রামটির পশ্চিমাংশের ওই এলাকাটির একমাত্র যাতায়াতের প্রধান মাধ্যম ভাড়ানিকান্দা কাঁচা সড়কটি। সড়কটির উপর নির্ভর করে প্রতিনিয়ত ঘনবসতিপূর্ণ ওই এলাকাটির শিক্ষার্থীসহ কয়েক হাজার সাধারণ মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।

গত কয়েক দিনের টানা বর্ষণে সাবেক ইউপি সদস্য হাসেম বেপারীর বাড়ি থেকে মহিলা দাখিল মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে হাটু পরিমাণ কাদা জমে এমনই বেহাল দশার সৃষ্টি হয়েছে যে পায়ে হেটে যাওয়াও মুশকিল হয়ে পরেছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, কোমলমতি শিশুরা ওই সড়কটি দিয়ে মোহনগঞ্জ হাইস্কুল এ্যান্ড কলেজ, মুন্সি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা দাখিল মাদ্রাসা, চাঁদপাশা হাইস্কুল এ্যান্ড কলেজে যাতায়াত করে থাকে নিয়মিত।

তাছাড়া মোহনগঞ্জ এবং লাকুটিয়া বাজার এমনকি থানা ও উপজেলা সদরের সাথে স্থানীয়দের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। কোন কাজে কাউকে গৃহের বাহিরে যেতে হলে হাটু পরিমাণ কাদা ভেঙ্গে যাতায়াত করতে হচ্ছে। শুকনার মৌসুমে এ দূর্ভোগ না থকলেও পর্ষার মৌসুম এলেই এলাকাবাসী পরেন চরম বেকায়দায়।

নির্বাচনের পূর্র্বে প্রার্থীরা ওই সড়কি সংস্কার কিংবা পাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসলেও নির্বাচনের পরে তারা বিষয়টির প্রতি আর গুরুত্ব দিচ্ছেন না। তাই এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য মাসুম চৌধুরী বলেন, ইতিপূর্বে বেপারী বাড়ি থেকে মহিলা দাখিল মদ্রাসা পর্যন্ত সড়কটি আধা পাকা করার জন্য প্রকল্পের সুপারিশ করে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বরাবর প্রেরণ করা হয়েছে যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ বলেন, অতিগুরুত্বপূর্ন না হলেও সড়কটির আশপাশ ঘনবসতি এলাকা এবং সড়কটি কার্পেটিং না হলেও সাধারণ মানুষের ভোগান্তি লাঘমের জন্য অন্তত আধাপাকার একান্ত দরকার।

দৈনিক বরিশাল ২৪

বাবুগঞ্জের বকশিরচরে রাস্তা নয় যেন ধানক্ষেত

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯ ১২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বর্ষার কারণে বাবুগঞ্জে একটি সড়ক শতাধিক পরিবারের গলার কাঁটায় পরিণত হয়েছে। একটি সড়কের কারণে চরম দুর্ভোগে আছেন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম বকশিরচর গ্রামের শতাধিক পরিবার।

বকশিরচর গ্রামটির পশ্চিমাংশের ওই এলাকাটির একমাত্র যাতায়াতের প্রধান মাধ্যম ভাড়ানিকান্দা কাঁচা সড়কটি। সড়কটির উপর নির্ভর করে প্রতিনিয়ত ঘনবসতিপূর্ণ ওই এলাকাটির শিক্ষার্থীসহ কয়েক হাজার সাধারণ মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।

গত কয়েক দিনের টানা বর্ষণে সাবেক ইউপি সদস্য হাসেম বেপারীর বাড়ি থেকে মহিলা দাখিল মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে হাটু পরিমাণ কাদা জমে এমনই বেহাল দশার সৃষ্টি হয়েছে যে পায়ে হেটে যাওয়াও মুশকিল হয়ে পরেছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, কোমলমতি শিশুরা ওই সড়কটি দিয়ে মোহনগঞ্জ হাইস্কুল এ্যান্ড কলেজ, মুন্সি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা দাখিল মাদ্রাসা, চাঁদপাশা হাইস্কুল এ্যান্ড কলেজে যাতায়াত করে থাকে নিয়মিত।

তাছাড়া মোহনগঞ্জ এবং লাকুটিয়া বাজার এমনকি থানা ও উপজেলা সদরের সাথে স্থানীয়দের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। কোন কাজে কাউকে গৃহের বাহিরে যেতে হলে হাটু পরিমাণ কাদা ভেঙ্গে যাতায়াত করতে হচ্ছে। শুকনার মৌসুমে এ দূর্ভোগ না থকলেও পর্ষার মৌসুম এলেই এলাকাবাসী পরেন চরম বেকায়দায়।

নির্বাচনের পূর্র্বে প্রার্থীরা ওই সড়কি সংস্কার কিংবা পাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসলেও নির্বাচনের পরে তারা বিষয়টির প্রতি আর গুরুত্ব দিচ্ছেন না। তাই এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য মাসুম চৌধুরী বলেন, ইতিপূর্বে বেপারী বাড়ি থেকে মহিলা দাখিল মদ্রাসা পর্যন্ত সড়কটি আধা পাকা করার জন্য প্রকল্পের সুপারিশ করে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বরাবর প্রেরণ করা হয়েছে যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ বলেন, অতিগুরুত্বপূর্ন না হলেও সড়কটির আশপাশ ঘনবসতি এলাকা এবং সড়কটি কার্পেটিং না হলেও সাধারণ মানুষের ভোগান্তি লাঘমের জন্য অন্তত আধাপাকার একান্ত দরকার।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ