বাবুগঞ্জে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক, দিলেন অর্থ সহায়তা

ফারজানা ইয়াসমীন: বরিশালের বাবুগঞ্জে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, দিলেন অর্থ সহায়তা ।মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন।
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সন্ধা নদীর ভয়াবহ ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি, মসজিদ, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা।
এক সপ্তার মধ্যে পূর্ব ভুতের দিয়া গ্রামের কয়েকটি বসতঘর বেশ কিছু স্থাপনা, দোকান ঘর, মসজিদ, ফলন্ত বৃক্ষ সন্ধ্যা নদীতে বিলীন হয়ে গেছে।
এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ ও সহকারী কমিশনার (ভূমি) বরিশাল, নুসরাত জাহান খান, বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী এমদাদুল হক, বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, বরিশাল ডিআরআরও মোঃ আবদুল লতিফ, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম ব্যাপারি,বরিশাল জেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ সহ এলাকার বাসিও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারকে প্রত্যেককে নগদ ১০,০০০/- হাজার টাকা করে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা সমাজসেবার মাধ্যমে সহায়তা করা হয়।
পাশাপাশি প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেবার জন্য বলেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।