বাবুগঞ্জে ফেরদৌসি বেগম শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

মো: শহিদুল ইসলাম: বরিশালের বাবুগঞ্জে ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ (১৭ আগস্ট) শনিবার সকালে বাবুগঞ্জ ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়ের নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। স্কুল প্রতিষ্ঠাতা, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোঃ দেলওয়ার হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সুজিত হাওলাদার। বিশেষ অতিথি বরিশাল জেলা প্রশাসক এস এম আজিয়র রহমান।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল , প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুক, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. খালেদ হোসেন সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।