বাল্যবিয়ের অপরাধে বরের বাবাসহ কাজীর কারাদণ্ড
অনলাইন নিউজ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বরের বাবাসহ ইমামকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বরের বাবাকে এক বছর এবং বিয়ে পড়ানোর অপরাধে ইমামকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জামির হোসেন এ রায় দেন।
সহকারী কমিশনার জাকির হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তারেকুজ্জামানের সঙ্গে একই গ্রামের জিয়াউল ইসলামের মেয়ের গভীর রাতে বিয়ে দেওয়া হচ্ছিল।
এমন খবর পেয়ে সেখানে হাজির হয়ে বর ও কনের বয়স না হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। রাতে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় বরের বাবা ইসমাইল হোসেনকে এক বছর এবং বিয়ে পড়ানোর অপরাধে স্থানীয় মসজিদের ইমাম মিলন হোসেনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।