বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা
অনলাইন নিউজ: গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা আবদুল করিম বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার সকাল পৌনে ১১ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারসহ প্রায় ১০০ নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
সূত্র মতে, আবদুল করিম গাজীপুর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত ২৬-নং ওয়ার্ড কমিশনার ছিলেন এবং ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন।
তিনি গত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগে যোগদান করে ওয়ার্ড কমিশনার নির্বাচন করে বিপুল ভোটে হেরেছিলেন।