বিএম কলেজের মান বজায় রাখতে সবার সহযোগীতা চাইলেন নতুন উপাধ্যক্ষ
নিজস্ব প্রতিবেদক: শনিবার (২০ জুলাই) সকাল ১০ টায় সরকারি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ।
নতুন উপাধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার ও শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আলামিন সরোয়ার।
যোগদানের পূর্বে অধ্যক্ষের কক্ষে এক সংক্ষিপ্ত বরন অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক মো:আলামিন সরোয়ারের সঞ্চালনায় এবং অধ্যক্ষ শফিকুর রহমান শিকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: হানিফ।
এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন,অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন। যোগদানের পর তাকে সব বিভাগ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উল্লেখ্য তিনি ১৪ তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি পিরোজপুর সরকারি সোহরায়ার্দী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি বিএম কলেজের মান বজায় রেখে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।